চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের ব্র্যান্ডিং ও ই-কমার্সভিত্তিক বিপণন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

84

চাঁপাইনবাবগঞ্জে প্রমোটিং এগ্রিকালচারাল কর্মাসিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস পেস প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্সভিত্তিক বিপণন বিষয়ক উপ-প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের ব্র্যান্ডিং ও ই-কমার্স দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- পেস প্রকল্পের ফোকাল পার্সন মু. তাকিউর রহমান, প্রকল্প কর্মকর্তা মোমেনা ফেরদৌস, কর্মসূচি ব্যবস্থাপক শাহাদাত হোসেন, ডিজিটাল মিডিয়া ডেভেলপমেন্টের উপ ব্যবস্থাপক এস এম মেহেদী হাসান, রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী সহ অন্যান্য কর্মকর্তাগণ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে ক্ষুদ্র উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রয়াসের কর্মএলাকার ১ হাজার জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।