চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নে সংলাপ

204

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ফিল্টিপাড়া বাবুডাইং গ্রামে সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, কোল ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা ও বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষক নির্মল কোল সরেন, সাংবাদিক আনোয়ার হোসেনসহ অন্যান্যরা ।
সংলাপ মতবিনিময়ে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যেগ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে কোল সম্প্রদায়ের নারী কল্পনা মুর্মু তাদের বিভিন্ন দাবী তুলে ধরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের স্বাস্থ্য,শিক্ষা,স্থায়ী বাসস্থান,নিরাপদ স্যানিটেশন সহ বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে ৫০ টি দূ:স্থ পরিবারের মাঝে শুকনো খাবার ও ২শ’ জনকে কম্বল বিতরণ করা হয়।
সভা শেষে কোল সম্প্রদায়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে ধনুক নৃত্য, পুঁথিপাঠ, ভাসাই নৃত্য, ঝুমকা নৃত্যসহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এসময় জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছুলে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিশু ও তরুনীরা তাদের ঐতিহ্যবাহী নাচগানের মাধ্যমে অতিথিদের স্বাগত জানান। অতিথিরা গ্রামটি ঘুরে দেখেন।