চাঁপাইনবাবগঞ্জে কেঁচো সার উদ্যোক্তা হতে প্রশিক্ষণ নিলেন কৃষকরা

66

চাঁপাইনবাবগঞ্জে কেঁচো সার উদ্যোক্তা তৈরির লক্ষে সরেজমিনে কেঁচো সারের পিট তৈরি ও পদ্ধতি অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। বিনা উপকেন্দ্রে এই অবহিতকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. আজিজুল হক। বিনার চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কানিজ তাসনোভা। সঞ্চালনা করেন বিনার চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুবায়ের আল ইসলাম। অনুষ্ঠানে সরেজমিনে কেঁচো সারের পিট তৈরি ও পদ্ধতি কৃষকদের সামনে তুলে ধরা হয়।