Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যং ধরতে মাঠে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং ধরতে মাঠে নেমেছে পুলিশসহ গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে কিশোর ফাহাদ খুন হবার পর গত কয়েকদিন আগে থেকে এ অভিযান শুরু করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে কিশোরদের রাত ৮টার পর ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, তাদের সন্তানরা যেন রাত ৮টার পর বাড়ির বাইরে না যায়। যেসব কিশোর ঘরের বাইরে যাচ্ছে তাদেরকে ধরে থানায় নেয়া হচ্ছে এবং অভিভাবকদের ডেকে কিশোর অপরাধ সম্পর্কে অবহিত করে তাদের জিম্মায় দেয়া হচ্ছে। যেসব কিশোরের মাথার চুল ডিজে কার্টিং পাওয়া যাচ্ছে, তাদেরকে নতুন করে স্বাভাবিক আকারে কেটে দেয়া হচ্ছে।
রবিবার সকালে এমনটাই জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তিনি বলেন-+ জরুরি কাজ ছাড়া রাত ৮টার পর কোনো কিশোর বা কিশোর গ্যাংয়ের উপস্থিতি পাওয়া গেলে তাদেরকে ধরা হচ্ছে এবং তাদের অভিভাবকদের থানায় ডেকে তাদের জিম্মায় দেয়া হচ্ছে। সদরসহ জেলার ৫ উপজেলাতেই এমন অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।

Exit mobile version