চাঁপাইনবাবগঞ্জে কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ উদ্বোধন ও বৃত্তি প্রদান

512

জেলা শহরের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে সৌর বিদ্যূৎ চালিত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ উদ্বোধন ও বিভিন্ন শ্রেণির ১৪ জন দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের উদ্বোধন ও সদর উপজেলা পরিষদের সহায়তায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম। প্রধান শিক্ষক খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম। বক্তব্য দেন বিদ্যালয় গভর্নিং কমিটি সদস্য সাইফুল মতিন, শিক্ষক আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানের আলোচনায় ৫৮ বছরে পা রাখা শহর কেন্দ্রে অবস্থিত অবহেলিত বালিকা উচ্চ বিদ্যালয়টির দূরাবস্থার কথা অতিথিদের সামনে তুলে ধরেন সংশ্লিষ্টরা।