চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা

192

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক,সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মহারাজপুর ইউপি কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলি। প্রধান অতিথি ছিলেন শিক্ষানবিস এএসপি শিপ্রা রায়। অতিথি ছিলেন মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান,পরিদর্শক (তদন্ত) কবির হোসেন। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মো. নুরুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. ইসরাফিল, আবুল কালাম, একরামুল হক, আব্দুল জলিল, আবুল কালাম, সুফিয়া বেগম, মিলিয়ারা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্য ও সাধারণ নাগরিকবৃন্দ। সভায় মহারাজপুর ইউনিয়ন সহ উপজেলা থেকে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ ও অনিয়ম দূর করতে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন বক্তারা। এছাড়া মহারাজপুর ইউনিয়নকে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং দূর্ণীতিমুক্ত করতে ইউনিয়নবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন ইউপি চয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলি।