চাঁপাইনবাবগঞ্জে এসআইএল ইন্টারন্যাশনালের রজত জয়ন্তী উৎসব পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতিগত সংখ্যালঘু ভাষা সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রার উন্নয়নে কাজ করা সংগঠন এসআইএল ইন্টারন্যাশনালের রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও। এসআইএল ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিয়াস টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, জেলা কালচারাল অফিসার রাজু আহমেদ, সনাকের সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম রেজা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ-এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, সদর উপজেলার কৃষি ব্লক সুপারভাইজার এম. এ. মতিন, আদিবাসী নেতা কর্ণেলিউস মুরমুসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাশ মুরমু। আলোচনা শেষে রজত জয়ন্তীর কেক কাটা হয়।

রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কার্যক্রমের অগ্রযাত্রার গৌরবময় ২৫ বছরের অর্জনসমূহ তুলে ধরা হয়। সুদীর্ঘ এক চতুর্থাংশ শতাব্দী ধরে ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং পুনর্জাগরণের লক্ষ্যে সংস্থাটির নিরলস পথচলা—নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির প্রতিনিধিবৃন্দ তাদের মুখের ভাষায় তা ফুটিয়ে তুলেছেন। ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে জীবন্ত রাখতে এই সংস্থা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থেকেছে, যেখানে প্রতিটি মানুষ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে সক্ষম হচ্ছেন এবং ক্ষমতায়িত হয়ে উঠছেন। সংস্থার অর্জনসমূহ ডিজিটাল মাধ্যমেও প্রদর্শন করা হয় এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এসব অর্জনের ভূয়সি প্রশংসা করেন। বিকেলে কয়েকটি নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির নিজস্ব পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শান্তা মারিয়া ডি’কস্তা ও অ্যাম্ব্রাশ টুডু।