চাঁপাইনবাবগঞ্জে এইচআইভি-এইডস প্রতিরোধে সচেতনতামূলক সভা

90

চাঁপাইনবাবগঞ্জে এইচআইভি-এইডস প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্যকর্মী,ধর্মীয় নেতা,আইনজীবী,সাংবাদিক,আইন প্রয়োগকারী সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ সিভিল সার্জনের সভাকক্ষে এইচআইভি নিয়ে কর্মরত এনজিও লাইট হাউস এ সভা আয়োজন করে। সিভিল সার্জন জাহিদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা.আব্দুল মোমিন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার নাহিদ ইসলাম মুন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার, পৌর কাউন্সিলর মাসকুরা বেগম ও আব্দুল বারেক, সাংবাদিক জোনাব আলী সহ অনান্যরা। সভায় জানানো হয়, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এই রোগের ঝূঁকি বেশী।ফলে রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। এ রোগ প্রতিরোধে বিশেষ করে হিজড়াসহ অধিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী নিয়ে কাজ করার বিষয়গুলো সভায় আলোচনা হয়।