চাঁপাইনবাবগঞ্জে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার

107

চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। আজ সকালে জেলাশহরের নিউমার্কেট বাজারে গিয়ে দেখা যায়, বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম। সেই সঙ্গে বেড়েছে চাল ও পেঁয়াজের দামও।
মুদি বাজারের বিক্রেতা মাসুম জহির ও সাদিরুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেড়েছে খোলা সয়াবিন তেল, চাল ও পেঁয়াজের দাম। খোলা সয়াবিন তেল গত সপ্তাহে ১২৮ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি এবং বোতলজাত তেল ১৩০ টাকা লিটার, ২৮ চাল ৫৬-৫৮ টাকা কেজি থেকে বেড়ে ৫৮ থেকে ৬০ টাকা কেজি, পেঁয়াজ ৩২ টাকা কেজি থেকে বেড়ে ৩৬ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। বিদেশী রসুন ১০০ থেকে ১১০ টাকা কেজি, মিনিকেট চাল ৬২ থেকে ৬৪ টাকা কেজি, মোটা চাল ৪৬ টাকা কেজি, ডিম ২৭-২৮ টাকা হালি, চিনি ৬৬-৬৮ টাকা কেজি, আদা ৫০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে, বাজারে প্যারেন্স মুরগির দাম কমলেও কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে ব্রয়লারের দাম। সবজি বাজারে কমেছে পটোল, করলা, ঢেঁড়শ ও সজিনাডাঁটার দাম। অপরদিকে, গরু মাংস ৫৫০ এবং খাসির মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগি বিক্রেতা রুবেল ও শামিম রেজা জানান, আমদানি কম থাকায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে আমদানি বেশি থাকায় কেজিপ্রতি ২০ টাকা কমে প্যারেন্স মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। দেশী মুরগি ৪০০ টাকা কেজি, লাল লেয়ার ১৮০-১৯০ টাকা কেজি, সোনালি ২৬০-২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা আব্দুল রসিদ ও বাদশা বলেন, গত সপ্তাহের তুলনায় কমেছে সজিনাডাঁটা, পটোল, করলা ও ঢেঁড়শের দাম। তবে ফুলকপি ১৫ টাকা কেজি থেকে বেড়ে ২৫ টাকা কেজি ও শসা কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। পটোল ৫০ টাকা থেকে কমে ৪০ টাকা কেজি, ঢেঁড়শ ৭০ টাকা কেজি থেকে কমে ৬০ টাকা কেজি, করলা ৬০ টাকা কেজি থেকে কমে ৫০ টাকা কেজি, সজিনাডাঁটা ২০০ টাকা কেজি থেকে কমে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে। কাঁচামরিচ ৪০ টাকা কেজি, দেশী বড় টমেটো ৪০ টাকা কেজি ও সাধারণ টমেটো ২০ টাকা কেজি, বেগুন ২৫-৩০ টাকা কেজি, ফুলকপি ১৫ টাকা কেজি, ছিছিন্দা ৫০ টাকা কেজি, শিম ৩০ টাকা কেজি, পেঁপে ২০ টাকা কেজি, কাঁচকলা ৩০ টাকা কেজি, বাঁধাকপি ১০ টাকা পিস, আলু ১৬ টাকা কেজি, দেশী আলু ২০ টাকা কেজি, কচুরলতি ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা মুকুল রহমান ও শুকুরউদ্দিন বলেন, আজ  বাজারে আমদানি কম থাকলেও মাছের দাম গতসপ্তাহের মতোই আছে। দুই কেজি ওজনের রুই ২০০-২২০ টাকা কেজি, ২ কেজি ওজনের কাতল ২০০ থেকে ২২০ টাকা কেজি, ট্যাংরা মাছ ৪০০ টাকা কেজি, চাষ করা চিংড়ি ৮০০ টাকা কেজি, ১ কেজি ওজনের মিরকা মাছ ১৮০ থেকে ২০০ টাকা কেজি, ২ কেজি ওজনের গ্লাসকার্প ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১ হাজার টাকা কেজি দরে।