চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

454

চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিনদিনের উন্নয়ন মেলা। এ-উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাহমুদুল হাসান জানান, গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত এ উদ্বোধনী অনুষ্ঠান চলবে। যা চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন মাঠে স্থাপিত বড় পর্দায় দেখতে পাবেন সবাই। তিনি আরো জানান, সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি উন্নয়ন শোভাযাত্রা সহকারে উন্নয়ন মেলা স্থল হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে পৌচ্ছাব। এরপর গনভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত হব। ওই অনুষ্ঠানটি আমরা উপভোগ করব ও প্রধানমন্ত্রীর ভাষন শুনব। এরপর মেলার মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রায় ঘন্টা ব্যাপী আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে আমরা মেলার স্টল পরিদর্শন করব। এ ছাড়াও মেলা মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান প্রথম দিন মেলায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। বিকাল চারটায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা (সার্বিক) এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু হায়াত রহমতুল্লাহ। হরিমোহন উ”্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলায় সরকারি ও বেসরকারি ৮২টি প্রতিষ্ঠান স্বস্ব স্টলে তাদের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকা- তুলে ধরবে ও মেলা প্রতিদিন রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারনের জন্য উনমুক্ত থাকবে বলে জানান জেলা প্রশাসক মাহমুদুল হাসান।