চাঁপাইনবাবগঞ্জে উদয়ন মোড় এলাকায় ইয়াবাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার উদয়ন মোড় এলাকায় রেল স্টেশন রোড়ের পাশে একটি রাস্তার উপর থেকে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারী রুবেলকে আটক করেছে র্যাব-৫। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উদয়ন মোড়ের ঐ এলাকায় একজন মাদক বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। অভিযান চালিয়ে সেখানে রুবেলকে আটক করে। রুবেল রেলবাগান প্রান্তিক পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।