চাঁপাইনবাবগঞ্জে উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

617

প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হযেছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে রোবাবার বিকেলে নবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী জেলা সংসদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন জেলা সংসদ সভাপতি কামরুজ্জামান রানু। উদীচী’র গৌরবজ্জল অতীত ও বর্তমান তুলে ধরে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক গোলাম ফারুক,সাবেক সাধারণ সম্পাদক আমীরুল মোমেনীন,জেলা সিপিবি সাধারণ সম্পাদক আ্যাড.আবু হাসিব,চাঁপাইনবাবগঞ্জে গণজাগরণ মঞ্চের মুখপাত্র রফিক হাসান প্রমুখ। বক্তরা বাংলাদেশের একটি সাংস্কৃতিক সংগঠনের অর্ধশতাব্দীতে পদার্পণকে সংগঠনটির উল্লেখযোগ্য অর্জন হিসেবে বর্নণা করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন,সেলিম রেজা,কবির আলী,কামরুন্নাহার আ্যানী,মেঘলা,বৃষ্টি,বর্ষা,শাহরিয়ার। কবিতা আবৃত্ত্বি করেন,সোহানা,আলিমুর রহমান,কামরুজ্জামান রানু, ফারহানা সুলতানা নিশা। গণসঙ্গীত পরিবেশন করেন,জুয়েল বাবু ও গোলাম মওলা।