চাঁপাইনবাবগঞ্জে ইলামিত্রের ৯৬তম জন্মদিন পালিত

61

চাঁপাইনবাবগঞ্জে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা ইলামিত্রের ৯৬তম জন্মদিন পালিত হয়েছে। আজ সকালে জেলা সদরে নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা ও নাচোলে ইলামিত্র স্মৃতি সংসদ ও গণপাঠাগার বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : ইলামিত্রের জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করে জাগো নারী বহ্নিশিখা। শোভাযাত্রাটি নবাবগঞ্জ ক্লাবে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিভিন্ন এলাকার ক্ষুদ্র জাতিসত্তার মানুষজন ঢোল-করতাল, মাদল ও বাঁশি নিয়ে অংশ নেন।
নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ফারুকা বেগম। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জাকিউল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জোবাইদা নাসরীন।
সংগঠনের সদস্য সচিব মনোয়ারা খাতুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা ও সমাজসেবী মনিম-উদ-দৌলা চৌধুরী, সাঁওতাল নেতা যতীন হেমব্রম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলমনি কিসকু, ইলা মিত্রের শ্বশুরবাড়ি এলাকার শিক্ষার্থী মোসলামা খাতুন, সাংবাদিক আনোয়ার হোসেন।
মুখ্য আলোচক ড. জোবাইদা নাসরীন বলেন, পুরনো যত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তার বেশিরভাগই শিক্ষানুরাগী মানুষের অবদানেই গড়ে উঠেছে। প্রতিষ্ঠানগুলোতে তাদের অবদানের স্বীকৃতির কথা উল্লেখ থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, ইলা মিত্রের স্বামী রমেন মিত্রের পরিবারের দেয়া জমিতে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যলয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকও ছিলেন ইলা মিত্র। কিন্তু বিদ্যালয়ে তার কোনো নাম নিশানা নেই। বিষটি বড়ই বেদনাদায়ক।
শেষে ক্ষুদ্র জাতিসত্তার তরুণীরা নাচ-গান পরিবেশন করে।
নাচোল প্রতিনিধি : নাচোলে সকাল সাড়ে ১০টায় ইলামিত্র পাঠাগারে কেক কাটা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন- পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান ও মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পাপিয়া সুলতানা, সমাজসেবা অফিসার আল গালিব, নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হান্নান, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।