Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে ইবিএইউবি এর জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদ্্যাপন করা হয়েছে। আজ বুধবার এ-উপলক্ষে আলোকসজ্জা, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বেলা ১১টায় ‘উচ্চ শিক্ষার মাধ্যমে উন্নত ক্যারিয়ার গঠন’ বিষয়ে নগদের হেড অব সেল্্স শেখ আমিনুর রহমান তার বক্তব্য উপস্থাপন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইবিএইউবি’র উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু ও নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু না জন্মালে এই বাংলাদেশের জন্ম হতো না। তিনি সকলকে নিয়ে কাজ করা পছন্দ করতেন। কিছু বিপথগামী মানুষ তাঁর মতো একজন মহান নেতাকে সপরিবারে হত্যা করে দেশের বড় ক্ষতি করেছে। ইতিহাস বিকৃত করার মানসিকতা নিয়ে রাজাকার, আলবদররা নেতা শূন্য করার জন্য তাঁকে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সৎ নেতৃত্বের কারণে আজ দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নত রাষ্ট্রের আসনে আসীন হতে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য তোমাদের এগিয়ে আসতে হবে। দেশেকে পরিবর্তন করার জন্য তোমরা সবাই এগিয়ে আসবে।
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কুন্ডু বলেন, এই সীমান্তবর্তী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক্সিম ব্যাংকের সহযোগিতায় কৃষি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে যা বর্তমান উপাচার্যের নেতৃত্বে একদল সুদক্ষ শিক্ষকম-লীর পরিচালনায় এই এলাকাসহ ২৬টি জেলার শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকমানের শিক্ষা প্রদানের মাধ্যমে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তার বক্তব্যে বলেন, আমরা উন্নত রাষ্ট্রের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের যে ভিশন নিয়ে কাজ করছেন তারই ধারাবাহিকতায় এই এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন উন্নত দেশগুলো থেকে আমাদের দেশে শিক্ষা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে সবাই আসার জন্য উদগ্রীব থাকবে। এজন্য আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে। উন্নত রাষ্ট্রের সুবিধা নিতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমাদের উন্নত টেকনোলজির সাথে পরিচিত হতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে সবচেয়ে উন্নতি হয়েছে কৃষি সেক্টরে। বিশ্বে যখন করোনা মহামারিতে উন্নত রাষ্ট্রগুলো খাদ্য জোগাতে হিমশিম খাচ্ছে ঠিক সেই সময় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে ও কৃষি বিজ্ঞানীদের গবেষণা ও অবদানের ফলে ১৮ কোটি মানুষকে যথাযথভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করেছে। এজন্য তিনি কৃষিবিদদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Exit mobile version