চাঁপাইনবাবগঞ্জে আয়কর মেলার উদ্ধোধন উন্নত দেশ গড়তে নিয়মিত আয়কর প্রদানের বিকল্প নেই: ড. খন্দকার মো. ফেরদৌস আলম

301

রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যেতে নিয়মিত আয়কর প্রদানের কোন বিকল্প নেই। তাই আয়কর প্রদানে সচেতনতা সৃষ্টির লক্ষেই দেশব্যাপী চলছে আয়কর মেলা। চাঁপাইনবাবগঞ্জ সার্কেল-১৫ সহকারী কর কমিশনারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়কর মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় তিনি আরও বলেন, দেশব্যাপী এই মেলার উদ্দেশ্য হলো, সাধারণ মানুষের আয়কর প্রদানের প্রতি ভীতি দূর করা। কারন আমাদের দেশের গ্রামেগঞ্জের সাধারন মানুষের মধ্যে এখনও আয়কর প্রদানের প্রতি অনিহা রয়েছে। নূন্যতম আয়কর প্রদান করতে পারবেন এমন অনেকেই এখনও আয়করের আওতায় নেই। এর জন্য প্রয়োজন আরও বেশি সচেতনতা। সাধারণ মানুষ সচেতন হলে আয়করের পরিমান অনেক বাড়বে বলে উল্লেখ করে তিনি বলেন, এবছর চাঁপাইনবাবগঞ্জে ১০৫ কোটি টাকা আয়কর সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। “উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দিব” স্লোগানে অনুষ্ঠিত আয়কর মেলার আলোচনা অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ১৫ সার্কেলর সহকারী কর কমিশনার মো. সাদিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. দাউদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এফকেএম লুৎফর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া, উপাধ্যক্ষ সংকর কুমার কুন্ডসহ করদাতারা। জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এফকেএম লুৎফর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সার্কেল-১৫ তেই ১৬ হাজার করদাতা রয়েছে এবং সার্কেল-১৬ তে রয়েছে ৩ হাজার ৫শ করদাতা। অথচ ১৯৯২ সালে জেলায় সার্কেল গঠনের সময় করদাতার সংখ্যা ছিল মাত্র ২ হাজার। করদাতাদের সংখ্যা এমনভাবে বৃদ্ধিই প্রমান করে আমাদের জেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১৫ সার্কেল এবং ভোলাহাট ও শিবগঞ্জ থানা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১৬ সার্কেল গঠিত হয়েছে। ৪দিন ব্যাপী অনুষ্ঠিত আয়কর মেলা চলবে আগামী ১৮ নভেম্বর রবিবার পযর্ন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত খোলা থাকবে।