চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

98

কোভিড-১৯ মোকাবেলায় চাই, দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা; দুর্নীতি থামাও, জীবন বাঁচাও’ স্লোগান সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে  বুধবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ-টিআইবি দিবসটি ভার্চুয়াল আলাচনার মধ্যদিয়ে উদ্যাপন করে।
বিকেল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি সাইফুল ইসলাম রেজা। প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে যুক্তa ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মনিম উদ দৌলা চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. জাফরুল আলম, সিটি প্রেস ক্লাব-চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু, সনাক সদস্য ন.স.ম. মাহবুবুর রহমান মিন্টু। টিআইবি প্রণীত দিবসটির ধারণাপত্র পাঠ করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের আহ্বান জানান। এক্ষেত্রে তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা পালন করতে পারে মর্মে বক্তারা অভিমত ব্যক্ত করেন।