চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

108

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জ জেলায় নির্মিত ২শ’টি দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে প্রতিটি প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলায় ৫৬ এবং শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ৩৬টি করে নির্মিত গৃহ। আজ সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাকিউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, মুক্তিযোদ্ধা রুহুল আমীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম,জেলা মৎস অফিসার ড.আমিমুল এহসান,জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার সহ সংশ্লিস্টরা ও গৃহ পাওয়া উপকারভোগীরা।

“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় আজ সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, মুক্তিযোদ্ধা আকতার আলী খাঁন কচি, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি ইলিয়াস হোসেনসহ অন্যান্যরা।

শিবগঞ্জেও র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পুনরায় সেখানে গিয়ে মহড়ায় মিলিত হয়। দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহড়া প্রদর্শনের আয়োজন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা। দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।