চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোজনা সভা অনুষ্ঠিত হয়।
‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’— এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন— অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।
উজ্জ্বল কুমার ঘোষ বলেন— আমরা অনেক আগেই প্রযুক্তির যুগে প্রবেশ করেছি। আমরা যদি সাক্ষরতাকে ডিজিটাল যুগে প্রবেশ করাতে চাই তাহলে আমাদেরকে ডিজিটাল ডিভাইস ও ডিজিটাল অ্যাপ বা সফ্টওয়্যারগুলোর ব্যবহার জানতে হবে। যদি কারো হাতে আপনি ডিজিটাল ডিভাইস দিয়ে দেন, তাহলে দেখবেন যে সে তার পছন্দের অ্যাপ বা সফ্টওয়্যারটি ওপেন করতে পারছে। কিন্তু সেটার সঠিক ব্যবহার কিন্তু সে জানে না। তাই সেই অ্যাপ বা সফ্টওয়্যারের সর্বোত্তম ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সেই বিষয়ে জানতে হবে, শিখতে হবে। যে কোনো সমস্যার জন্য আপনি প্রযুক্তির সহায়তা নিতে পারেন। তবে আমাদের অতিমাত্রায় এআই বা প্রযুক্তিনির্ভর হওয়া যাবে না। এতে আমাদের নিজেদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে, বুদ্ধিবৃত্তির নতুনত্ব পিছিয়ে যেতে পারে। আর এর জন্য যারা মনিটরিংয়ের দায়িত্বে থাকেন, তাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের সাক্ষরতার হার আগের থেকে অনেকাংশে বেড়েছে। তবে অর্জিত শিক্ষা, তার সাথে প্রযুক্তির বেসিক কিছু বিষয় যুক্ত করতে হবে। আর সাক্ষর শিক্ষা গ্রহণকারীদের মধ্যে নিজের আগ্রহ জাগিয়ে তোলা অর্থাৎ সশিক্ষিত লোকবান্ধব সমাজ গড়ে তোলা। তাহলেই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের সমাজ ও জেলা। আর বাংলাদেশ পরিণত হবে সুখী, সমৃদ্ধ জ্ঞানের আলোকিত বাংলাদেশে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন— জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অ. দা.) মো. আব্দুর রাজ্জাক, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ দাস।