চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর-১০ ডিসেম্বরের উদ্বোধন হয়েছে। ‘নারী কন্যার সুরক্ষা করি-সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’- প্রতিপাদ্যে আজ সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পক্ষটি উদযাপন উপলক্ষে জেলা শহরে র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের হলরুমে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নকীব হাসান তরফদার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ে উপ-পরিচালক সাহিদা আখতার। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের জেলা কর্যালয়ের প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়া। বক্তরা যে সব কারণে নারীরা সহিংসতার শিকার হন তার অন্যতম কারণ হিসেবে বাল্যবিয়েকে চিহ্নিত করেন।