চাঁপাইনবাবগঞ্জে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

310

জেলার সদর উপজেলার চর অনুপনগর ও গোমস্তাপুর উপজেলায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। চরমপন্থা ও উগ্রোপন্থা প্রতিরোধ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষে ইমাম ও পুরোহিতদের নিয়ে এ-সংলাপ আয়োজন করা হয়। আজ গোমস্তাপুর উপজেলা পরিষদে অনুষ্ঠিত সংলাপে আলোচক ছিলেন, মাওলানা হাবিবুর রহমান ও সনাতন ধর্মের নেতা মনোরঞ্জন ঠাকুর। আজ সকালে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারুল হক। এসময় পীস কনসোর্টিয়াম প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার জহুরুল হক উপস্থিত ছিলেন। সংলাপে ৫০ জন ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করেন। অন্যদিকে, সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়ন পরিষদেও ইমাম ও পুরোহিতদের নিয়ে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার কু-ু, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার তরিকুল ইসলাম, ইমাম সমিতির সেক্রেটারী আব্দুর রহিম। এ-সময় পীস কনসোর্টিয়াম প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার সেলিম রেজা উপস্থিত ছিলেন। সংলাপে ৪৬ জন ইমাম ও পুরোহিত অংশগ্রহণ করেন। বেসরকারি সংস্থা রুপান্তরের সহাযোগিতায় জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ-কর্মসূচির আয়োজন করে।