চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম।
এসময় সকল উপজেলা নির্বাহী অফিসার, ক্রীড়া কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। প্রথম দিন ৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ ২-০ গোলে কারবালা স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ ফুটবল দল ৪-০ গোলে নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। তৃতীয় খেলায় শংকরবাটী হেফজুল উলম এফকে কামিল মাদ্রাসা ফুটবল দলকে ৪-১ গোলে হারিয়ে জয় পায় চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ। দিনের চতুর্থ খেলায় ভোলাহাট উপজেলার মুশরিভুজা স্কুল অ্যান্ড কলেজ ফুটবল দল ৫-০ গোলে নাচোল সরকারি কলেজ ফুটবল দলকে পরাজিত করে।
এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
অন্যদিকে আগামী ২২ জানুয়ারি থেকে অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) খেলা শুরু হবে। এতে ৫ উপজেলা ও এক পৌরসভাসহ বালক-বালিকাদের ৬টি করে ১২টি দল অংশগ্রহণ করবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাস্তবায়ন করছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।