চাঁপাইনবাবগঞ্জে আটা ও ডিমের দাম বেড়েছে
চাঁপাইনবাবগঞ্জে গমের আটা ও ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। খোলা আটা প্রতিকেজি ৪৭-৪৮ টাকা, প্যাকেটজাত আটা ৫৫-৬০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শাক সবজির দামও উঠতি। চালের দাম কয়েক সপ্তাহ ধরে একই রকম রয়েছে। ডিমের দাম হালিতে বেড়েছে ৫ টাকা। আজ জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে। আনোয়ার অটো রাইস মিলের বস্তায় চাল বিক্রির শো-রুমের ম্যানেজার কাওসার আলী রুবেল জানান, পাইজাম প্রতিকেজি ৬০ টাকা, আটাশ ৬৪ টাকা, মিনিকেট ৭৭ টাকা, বাসমতি ১০০ টাকা, কাটারিভোগ ৮৪ টাকা ও আতপ চাল বিক্রি হচ্ছে ১২৫ টাকা।
আব্দুর রহমান বাবু জানান, সাদা স্বর্ণা প্রতিকেজি ৫৫ টাকা, লাল স্বর্ণা ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭৬-৮০ টাকা, আটাশ ৬৫-৭২ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। তিনি জানান, খোলা আটা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৭-৪৮ টাকা, প্যাকেটজাত আটা ৫৫-৬০ টাকা।
হুমায়ুন কবির জানান, মসুর ডাল প্রতিকেজি ১৫০ টাকা, মোটর ডাল ১২০ টাকা, খেসাড়ির ডাল ১১০ টাকা, ছোলার ডাল ১২০-১৩০ টাকা এবং ডিম বিক্রি হচ্ছে ৪৫ হালি।
আব্দুল খালেক জানান, বেগুন প্রতিকেজি ৮০ টাকা, পটোল ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেঁপে ২৫ টাকা, কাকরোল ৭০ টাকা, কাঁচা কলা ৬০ টাকা, করলা ৮০-১০০ টাকা, শসা ৯০ টাকা, বরবটি ১০০ টাকা, তরাই ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, গাজর ৮০-১০০ টাকা, আলু ২৪ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, কচু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি পিস লাউ ৫০ টাকা ও কুমড়োর জালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামেই। ছোট রুই ও মিড়কা বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৬০ টাকা, কাতল ওজন ভেদে ৩০০-১০০০ টাকা, বোয়াল ওজন ভেদে ১০০০ টাকা খেবে ২৪০০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা, তেলাপিয়া ৩০০ টাকা, বাচা ৬০০ টাকা, চিংড়ি ১২০০-১৪০০ টাকা, পাবতা ৪০০ টাকা, ট্যারা ৬০০-৮০০ টাকা।
জহুরুল হক জানান, দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৪০ টাকা, সোনালি ২৬০ টাকা, ব্রয়লার ১৬০-১৬৫ টাকা, লাল লিয়ার ৩০০ টাকা, সাদা লিয়ার ২৫০ টাকা এবং প্যারেন্স বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি।
সেলিম জানান, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৯০০-১১০০ টাকা কেজি দরে।