চাঁপাইনবাবগঞ্জে আজকেও ডেঙ্গু শনাক্ত শূন্য

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কমে গেছে। নতুন করে আর কেউ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে না। তবে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাপমাত্রা কমে যাওয়ায় মশার উপদ্রবও কমে গেছে। তবে আজ দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মশার উপদ্রব কিছুটা লক্ষ্য করা গেছে। ফলে এখন থেকেই মশা নিধনে প্রস্তুতি গ্রহণ করতে হবে বলে পৌরবাসী মনে করছেন। আজ সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কেউ ডেঙ্গুতে আক্রান্ত হননি। এ নিয়ে ক’দিন ধরেই আর কোনো ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে না। তবে ৪ জন রোগী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আগে থেকেই ভর্তি আছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।