চাঁপাইনবাবগঞ্জে অ্যাথলেটিকস প্রশিক্ষণ নিচ্ছেন ৪০ শিক্ষার্থী

‘সুস্থ দেহে সুন্দর মন’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রশিক্ষণ-২০২৫। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস ১১ দিনের এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে মাসুদ-উল-হক ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. নাসিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় ও মাসুদ-উল-হক ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে ৪০ জন শিক্ষার্থী অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।