চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার ১৩ বছর পর একব্যক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড
লাইসেন্সসবিহীন ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মাসুদ নামে একব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ষ্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম। একই মামলার পৃথক অপর একটি ধারায় আসামীকে আরও ৭ বছর সশ্রম কারাদন্ডেরও আদেশ দেন আদালত। আদেশে উল্লেখ করা হয়, উভয় সাজা একত্রে কার্যকর হবে। আজ দুপুরে ট্রাইবুনাল একমাত্র আসামীর অনুপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মাসুদ শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ খাসেরহাট গ্রামের মৃত বুল্লু ওরফে ভুলুর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারী রাতে সদর উপজেলার বারঘরিয়া গোল চত্বরে বিজিবির হাতে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার হয় মাসুদ। এ ঘটনায় ওইদিন সদর থানায় চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন ৩৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার বিজয় ভট্রাচার্য মাসুদসহ দুজনের নামে মামলা করেন। ২০১২ সালের ২১ মে মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও তৎকালীন এলআই বিজিবি, রাজশাহীর (বিজিবি ও পুলিশের সমন্বয়কারী পুলিশ কর্মকর্তা) পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আখের আলী আদালতে শুধু মাসুদকে অভিযুক্ত করে চার্জশীট দাকিল করেন। ৬ জনের সাক্ষ্য, প্রমাণ ও দীর্ঘ শুনানীর পর ট্রাইবুনাল মাসুদকে দোষি সাব্যস্ত করে আদেশ প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. নিয়ামত আলী নিয়াম।