চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা দল

চাঁপাইনবাবগঞ্জে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে রাজশাহী জেলা ক্রিকেট দল ও বগুড়া জেলা ক্রিকেট দলের মুখোমুখি লড়াইয়ে বগুড়া জেলা দল ২৮ রানের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বগুড়া জেলা ক্রিকেট দল ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে রাজশাহী জেলা ক্রিকেট দল ২৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৬ রানেই গুটিয়ে যায়।
দুর্দান্ত বোলিং নৈপুণ্যে চারটি উইকেট শিকার করে টুর্নামেন্টের ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বগুড়া জেলা ক্রিকেট দলের মো. আকাশ চন্দ্র।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসহ ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর থেকে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।