চাঁপাইনবাবগঞ্জের ৮ স্কাউট সদস্য গেলেন দার্জিলিং

89

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৮ জন স্কাউট সদস্য দ্বিতীয় ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্পে অংশগ্রহণ করছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার কার্শিয়াং শহরে অনুষ্ঠিতব্য ক্যাম্পে অংশ নেয়ার জন্য সোমবার মৈত্রী এক্সপ্রেস ট্রেনে তারা রওনা হয়েছেন। এর আগে জেলা স্কাউটসের সভাপতি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও জেলা কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে রবিবার চাঁপাইনবাবগঞ্জ ছাড়ে দলটি। আগামীকাল থেকে আগামী ২ মার্চ পর্যন্ত স্কাউটসদের এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলটিতে রয়েছেন- আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মহাদলের সদস্য গোলাম রাইসা তানজিম, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুমতাহিনা ইসলাম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী চাঁপাইনবাবগঞ্জের মুক্তমহাদলের সদস্য মায়িশা তাবাসসুম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও চাঁপাইনবাবগঞ্জের মুক্ত মহাদলের সদস্য আশিকুর রহমান, চামাগ্রাম হে.না. উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মহাদলের সদস্য তাহমিদ হাসান তাহিম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুর রহমান, ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমির ছাত্র ও মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের সদস্য সাজ্জাদ ইসলাম সিজান ও গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল ফাহিম।