Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জের ৫৯টি নমুনা পরীক্ষায় ৪ জন শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৫ জুলাই ৩৭ জনের নমুনার আরটি-পিসিআর ও ২২ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় এই ৪ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের করোনা ভাইরাস সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, গত ২৫ জুলাই পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৪২ হাজার ৫২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়ে ৬ হাজার ৮১৩ জনের, তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬১৭ জন, নেগেটিভ ফল এসেছে ৩৫ হাজার ৪৪৬ জনের এবং মারা গেছেন ১৬৪ জন। মারা যাওয়াদের মধ্যে সদর উপজেলার ১০৮ জন, শিবগঞ্জে ৩৩ জন, গোমস্তাপুরে ১২, নাচোলে ৬ জন এবং ভোলাহাট উপজেলার ৫ জন রয়েছে।
মঙ্গলবার ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি আছেন ৩ জন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে এখন পর্যন্ত প্রথম ডোজ করোনার টিকা নিয়েছেন ১৩ লাখ ৮৭ হাজার ৮১৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ হাজার ৫৭ হাজার ৪০ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩ লাখ ৪৫ হাজার ৬৫৮ জন।

Exit mobile version