01713248557

চাঁপাইনবাবগঞ্জের ৩৫০টি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ৩৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলার শিবগঞ্জ উপজেলায় এ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক ও বাংলাদেশ রেশম বোর্ড মহাপরিচালক আনোওয়ার হোসেন। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা শিক্ষাঅফিসার পরিমল কুমার,চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদসহ কাব শিক্ষকরা উপস্থিত ছিলেন। জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউটিং স¤প্রসারণ (৪র্থ পর্য়ায়) প্রকল্পের আওতায় বাংলাদেশ স্কাউট থেকে প্রাপ্ত কাব উপকরণ হিসেবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একসেট ড্রাম,ফাস্ট এইড বক্স,পতাকা স্কার্ফসহ ২৩টি কাব-স্কাউট উপকরণ প্রদান করা হয়েছে। জেলার ৫ উপজেলার ৩৫০ টি বিদ্যালয়ে বিতরন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কাব উপকরণ প্রদান করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউড লিডারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।