চাঁপাইনবাবগঞ্জের ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘মাদকসেবী ও মাদক ব্যবসায়ী প্রতিরোধে মাদকবিরোধী সভা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নে যে ৫টা রিজিয়ন আছে, তার মধ্যে আমরা রংপুর রিজিয়নের অধীনস্থ। এই রিজিয়নে ১৫টি ব্যাটালিয়ন আছে, তার মধ্যে মহানন্দা ব্যাটালিয়ন একটি। মহানন্দা ব্যাটালিয়নের অধীনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ৭৫ কিলোমিটার বর্ডার রয়েছে। তিনি বলেন, এই জেলায় মাদকের বিস্তার এত বেশি যে, মাদকসহ আসামি ধরার জন্য আমি বারবার কথা বলছি। আমরা মাদকসহ আসামি ধরছি। গতবার সবচেয়ে বেশি মাদক ও আসামি ধরার জন্য আমি পদকও পেয়েছি। এটা আমার জন্য ক্রেডিট, কিন্তু আপনাদের জন্য ডিসক্রেডিট। এই বছর এখন পর্যন্ত আমরা ১১৩ জন আসামিকে আটক করেছি এবং প্রায় ৫২ কোটি টাকার মাদক আটক করেছি।”
অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া বলেন, আপনারা জেনে অবাক হবেন, পাশর্^বর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে সরবরাহের জন্য ফেনসিডিলের কারখানা গড়ে উঠেছে। শুধু আমাদের দেশে পাচার করার জন্য।
বিজিবির এই কর্মকর্তা বলেন, “প্রায় দুই বছর হলো আমার এই ব্যাটালিয়নের দায়িত্ব নেয়া। কিন্তু এই সময়ের মধ্যে ভারতের কোনো লোককে বাংলাদেশে মাদক নিয়ে আসতে দেখিনি। পক্ষান্তরে সমস্ত সীমান্ত অতিক্রম করেছে আমাদের বাংলাদেশের নাগরিক। মানে চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগণ। এই ভোলাহাটে কারা কাঁটাতারের বেড়া কাটে। রাজশাহী বা অন্য কোনো জেলার লোক এসে কি কাটে, নাকি ভোলাহাটের লোকেরাই কেটে মাদকের বস্তা নিয়ে আসে? সেটা আপনাদের দেখতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
মহানন্দা ব্যাটালিয়ন ও স্বপ্নের ভোলাহাট আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ স্বপ্নের ভোলাহাট স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।