চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক

সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে মাদকাসক্ত যুবক মাহাবুব ইসলাম বাবু গত ৯ জুলাই টাকার জন্য তাঁর বাবা ও মাকে হত্যা চেষ্টা করলে স্বজন ও প্রতিবেশীদের মারধরে নিহত হয়। এঘটনায় নিহতের বোন সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর ২ নং এজাহারনামীয় পলাতক আসামী নিহতের চাচাতো ভাই মাসুদকে ঢাকার সাভার থেকে আটক করেছে র‌্যাব। তিনি একই গ্রামের আনসার আলীর ছেলে। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে সাভারের আকরান বউ বাজার এলাকা হতে র‌্যাব-৪ ব্যাটালিয়ন মিরপুর ও চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে মাসুদ আটক হন। মাসুদকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।