চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ওয়াকিটকি সেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারত থেকে চোরাচালান হয়ে আসার সময় ১ জোড়া নতুন ওয়াকিটকি সেট ও সেগুলোর আনুসাঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। এটি চোরচালান তালিকায় যুক্ত হওয়া নতুন পণ্য বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, গতরাত ১১টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে একটি কার্টূন জব্দ করে সোনামসজিদ বিওপির নিয়মিত টহল দল। পরে ওই কার্টূন খুলে ২টি নতুন ওয়াকিটকি সেট, ২টি এন্টেনা ও ২টি চার্জার পাওয়া যায়। আজ দুপুরে ৫৯বিজিবির অধিনায়ক লেফটেন্যাণ্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ধরণের পণ্য চোরাচালানের প্রথম চালান। এর আগে ওয়াকিটকি চোরচালানের তথ্য জানা যায় নি। ওয়াকিটকি গুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় জব্দ হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক কিবরিয়া।