চাঁপাইনবাবগঞ্জের সন্তান রাশিদ পলাশের চলচ্চিত্র পদ্মাপুরাণ

295

চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহীবাগ এলাকার সন্তান এ সময়ের জনপ্রিয় ও মেধাবী নির্মাতা রাশিদ পলাশ। ৫ ভাইবোনের মাঝে সবার ছোট পরিবারের রাশিদ। ছোট হলেও তাঁর মাথায় যে অনেক বড় মেধা জমা আছে সেটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে। তরুণ ছেলেটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। এরপর চলে যায় শিক্ষা নগরী রাজশাহীতে। সেখানে নিউ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করার পর এ্যাকাউন্টিং বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সমাপ্ত করেন। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয় নি। বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবারে পরিচিত করতে মনেপ্রাণে কাজ শুরু করেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান রাশিদ পলাশ। বর্তমানে রাশিদ নতুন একটি চলচ্চিত্রের কাজে হাত দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে ম্যাংগো সিটিবিডি’কে রাশিদ পলাশ বলেন, অনেক চমক থাকছে আমার এ চলচ্চিত্রটিতে। ২ টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেশের প্রখ্যাত ২ অভিনেত্রী চম্পা এবং শম্পা রেজা। নতুন এ চলচ্চিত্রটির নাম পদ্মাপুরাণ। এর শুটিং হয়েছে রাজশাহীতে। পদ্মাপুরাণ চলচ্চিত্রে চম্পা অভিনয় করছেন একজন মাদক ব্যবসায়ীর চরিত্রে। অপরদিকে শম্পা রেজা অভিনয় করছেন শিখন্ডী তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়ের প্রধানের চরিত্রে। পদ্মাপুরাণ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া মাহি। সাদিয়া মাহি এর পূর্বে রাশিদ পলাশের আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কবর এ অভিনয় করেছিলেন। নির্মাতা ও পরিচালক বলেন, রাজশাহীতে চলচ্চিত্রটির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি ঈদের পরে ঢাকার মানিকগঞ্জে বাকি অংশের কাজ শেষ করব। পদ্মাপুরাণ এর পরিচালক রাশিদ পলাশ আরো বলেন পদ্মাপুরাণ মূলত নদীপাড়ের গল্প। বর্তমান সময়ে নদী কেন্দ্রীক যে জীবন তা আর নেই। নদী পাড়ের যে পরিবর্তনগুলো আমরা আজ দেখি সেটাই মূলত আমার গল্প। নদীর পাড়ে অভাব বেড়েছে, শিক্ষা নেই, নেই মানবিকতা। সবচেয়ে ভয়ানক হলো অপরাধমূলক কাজ বেড়ে গেছে। তাহলে কেমন আছে সেই কুবের, মালা, কপিলারা? আমার চলচ্চিত্রের দর্শণ মূলত এমন। চলচ্চিত্রটির লেখক রাশিদ পলাশ। চিত্রনাট্য করেছেন রায়হান শশী। প্রযোজনা করছে পূণ্য ফিল্মস। চাঁপাইনবাবগঞ্জের কৃতি তরুণ এ নির্মাতা ইতোমধ্যে অনেকের মাঝে সাড়া ফেলেছেন তাঁর কর্মের গুণে।