চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুরে ভাঙছে পদ্মা নদী, বাড়ছে পানি

চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় বন্যার বৃদ্ধি পাচ্ছে। পদ্মায় প্রতিদিন গড়ে ৩০ সেন্টিমিটার করে পানি বাড়ছে। পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে চলছে নদী ভাঙন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় এবারো পদ্মা নদীর বামতীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে নদী তীরবর্তী এলাকার মানুষ সর্বস্বান্ত হচ্ছে। ভাঙন থেকে রক্ষা পেতে এরই মধ্যে অনেকেই বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
এদিকে সদর উপজেলার নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর ডানতীরে বসবাসরত কয়েকটি গ্রামের মানুষ তীব্র ভাঙনে বিপাকে পড়েছেন। প্রতিদিনই নদী ভাঙনে সর্বস্বান্ত হচ্ছে মানুষ।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন— মনোহরপুরে পদ্মার ভাঙনে বেশ কিছু পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙন প্রতিরোধ জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে। তিনি বলেন— পদ্মায় প্রতিদিন গড়ে ৩০ সেন্টিমিটার করে পানি বাড়ছে। আজ (গতকাল) শনিবার পানি বেড়েছে ২৩০ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার ২.৩০ সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মা প্রবাহিত হচ্ছে। পদ্মার বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার।