চাঁপাইনবাবগঞ্জের বিনোদন স্পটগুলো শিশুদের কলকালিতে মুখরিত

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের দিন থেকেই বিনোদন স্পটগুলো সকল বয়সের মানুষের ভিড়ে মুখরিত থাকছে। দুপুর গড়ানোর পর থেকে ছোট্ট সোনামণিদের নিয়ে পরিবারের লোকেরা ভিড় করছেন। ঈদের ছুটিতে আসা পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে বিনোদন স্পটগুলোতে আসছেন জেলার বাইরে থাকা মানুষ। চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরে শিশুদের বিনোদনের প্রধান আকর্ষণীয় স্থান কালেক্টরেট শিশু পার্ক ও জোসনারা শিশু পার্ক। বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকছে বিনোদন স্পটদুটি। এ ছাড়াও ‘শেখ হাসিনা সেতু’ ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু’, ‘বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক’, ‘সোনামসজিদ, তাহখানা, নাচোল স্বপ্নপল্লী, আতাহার নয়ানগরের বিনোদন পার্ক, বাবুডাইং, এগ্রো পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন জেলাবাসী।