চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হলেও আগামীকাল থেকে কমতে শুরু করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড

707
 চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পূনর্ভবায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে আজকের পর থেকেই তিনটি নদীতে পানি কমতে শুরু করবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম। আজ রাত সোয়া ৮টার দিকে মুঠোফোনে রেডিও মহানন্দাকে জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানন্দায় ৫ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপরে, পূনর্ভবায় ১২ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে পদ্মায় ৩ সেন্টিমিটার বাড়লেও বিপদ সীমার ১০৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পূনর্ভবা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার সীমান্তবর্তী ৪টি বিজিবি ক্যাম্পের আশেপাশে বন্যার পানি প্রবেশ করেছে। এগুলো হলো ১৬ বিজিবির রামদাসপুর, চাঁড়ালডাঙ্গা, বিবিষন ও রোকনপুর। এদিকে আজ বিকেলে বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস রহনপুর পৌর এলাকার ইসলামনগর ও বাবুরঘোন মহল্লার বর্ন্যাতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। এছাড়া নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের আজ আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন।