চাঁপাইনবাবগঞ্জের নারী সংগঠক, সমাজসেবী এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গৌরি চন্দ সিতু’র মৃত্যুতে স্মরণসভা
চাঁপাইনবাবঞ্জের প্রিয়মুখ, নারী সংগঠক, সমাজকর্মী এবং সাংস্কৃতিক অঙ্গণের প্রাণ গৌরী চন্দ সিতু’র মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের কল্যাণী মহিলা সংসদের মর্জিনা হক মিলনায়তনে জেলা গার্ল গাইড এসোসিসয়েশন, ইনার হুইল ক্লাব, জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং কল্যাণী মহিলা সংসদ যৌথভাবে এই সভা আয়োজন করে। গৌরী চন্দ সিতু’র বড়বোন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা চন্দের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা গার্ল গাইড এসোসিসয়েশন সম্পাদক রোকসানা আহমদ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক হাসিনুর রহমান, ইনার হুইল ক্লাবের জেলা সভাপতি ফারুকা বেগম, মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তাজকেরা নাজনীন, কল্যাণী মহিলা সংসদের সদস্য ডা.সালমা আঞ্জুমান বানুসহ অনেকে। বক্তারা গৌরী চন্দ সিতুকে সমাজের পথ প্রদর্শক, অনুসরণীয় এবং অনুকরনীয় হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর অকাল প্রয়াণ সমাজের অপূরণীয় ক্ষতি। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করার সময় অনেক বক্তা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, বহু প্রতিষ্ঠানে জড়িত থেকে আজীবন কাজ করে গেছেন সিতু। সভায় তাঁর মৃত্যুতে শোক জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং অত্মার মুক্তি কামলায় প্রার্থণা করা হয়। উল্লেখ্য গত ৩০ এপ্রিল শহরের নিজ বাসভবনে অসুস্থ হয়ে মারা যান গৌরী চন্দ সিতু। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে সহ বহু গূণগ্রাহী রেখে ঘেছেন। তাঁর মৃত্যুতে এর আগে শোকসভা করেছে সনাক এবং নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখা।