চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ অভিবাসন শীর্ষক কর্মশালা

49

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনসচেতনতা সৃষ্টির লক্ষে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে জেলার নাচোল উপজেলার ৪নং  জামপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যগণ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম ও সাংবাদিক। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিদেশে আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিসা সহায়তা, দেশে লাশ আনাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে কর্মশালায়।