চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। প্রতীক বরাদ্দের আগে প্রার্থী ও তাদের কর্মীদের জ্ঞাতার্থে নির্বাচনী আচরণবিধি উপস্থাপন করা হয়। উপস্থাপন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন মাহমুদ। আচরণবিধি কঠোরভাবে মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সকল প্রার্থীকে অনুরোধ জানানো হয়।
এসময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়াসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও ভিডিপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা ধানের শীষ, জামায়াত মনোনীত প্রার্থী কেরামত আলী দাঁড়িপাল্লা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম ছড়ি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা ও জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন লাঙ্গল প্রতীক পেয়েছেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান লড়বেন দাঁড়িপাল্লা প্রতীকে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম কাস্তে, ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল হাতপাখা ও জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু লড়বেন লাঙ্গল প্রতীক নিয়ে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ নিয়ে আর জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা নিয়ে। এছাড়া গণঅধিকার পরিষদ-জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ট্রাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান লড়বেন তারা প্রতীকে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।