চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা এসএমই পণ্য মেলায়

274

প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত আঞ্চলিক এসএমই পণ্য মেলার ৫ম দিনে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করেছে জেলার উন্নয়ন সংস্থা প্রয়াসের ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা। এ ছাড়াও কোরিও গ্রাফির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তারা সংগীত ও নৃত্যও পরিবশেন করেন। সপ্তাহব্যাপী এ মেলায় প্রতিদিনের মতো শনিবারও ও জেলা শিল্পকলা একাডেমির সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কারচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল। সঞ্চালনায় ছিলেন, নামোসংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন। প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনায় একক গান, কোরিওগ্রাফি, আধুনিক গান, নৃত্যসহ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশিত হয়। গম্ভীরায় এসএমই পণ্য মেলার দেশীয় পণ্যের কথা বলা হয়। দেশীয় পণ্য ব্যবহারের জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অনুকূল দিক সংলাপ ও গানের মাধ্যমে দর্শকের মাঝে উপস্থাপন করা হয়। এ গম্ভীরা দেখে মেলার দর্শকরা সাধুবাদ জানান।