চাঁপাইনবাবগঞ্জের আরো ৪ জন শনাক্ত

104

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন করোনা শনাক্ত হয়েছেন। ৫ জনই আরটি-পিসিআর টেস্টে শনাক্ত হন।
শনিবার সারাদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হলেন এতে কেউ সংক্রমিত হননি। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫ জনে ৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪৩৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, গত ২৪ ঘণ্টায় গোমস্তাপুরে ৫ জন শনাক্ত হয়েছেন। ৫ জনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে শনাক্ত হন। ৫ জনের বয়স পর্যায়ক্রমে ৪১ থেকে ৭০ বছর পর্যন্ত। তিনি বলেন, তবে শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
ডা. হাসান আরো বলেন, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন ও পিসিআর ল্যাব পরীক্ষায় মোট ৪৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪৫ জন, চিকিৎসা নিচ্ছেন ১৮৪ জন ও মারা যান ৬ জন।