চাঁপাইনববাবগঞ্জে নতুন করে আরও ১১২ জন শনাক্ত

122

চাঁপাইনবাবগঞ্জে চলমান বিশেষ লকডাউনের ১১তম দিনে নতুন করে আরও ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আজ রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ১৫২ জনের আরটি-পিসিআর নমূণা পরীক্ষার ফলাফলে ওই ১১২ জন শনাক্ত হন বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। আজ জেলাব্যাপী র‌্যাপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেষ্টের ফলাফল রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া আজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পত্রে বিগত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসাধীন পজিটিভ ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে, সিভিল সার্জন জানান, এখন পর্যন্ত জেলায় ২ হাজার ২৪০ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে গতকাল ২৬২ জনের পরীক্ষায় ১০৯ জন শনাক্ত হন। শনাক্তের হার ৪১.৭ শতাংশ। যা গত বুধবারের তুলনায় কিছু কম। ওই সময় পর্যন্ত মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে মারা গেলেন ৩১ জন। একই সময় পর্যন্ত সূস্থ হয়েছেন ১ হাজার ১২৯ জন। গতকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী ছিলেন ১ হাজার ৬৬ জন এবং জেলা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ৩০ জন। সিভিল সার্জন আরও জানান, কোভিড সংক্রমণ শুরুর সময় থেকে গতকাল পর্যন্ত জেলায় শনাক্তের হার ১৯.১ শতাংশ। আর জেলাব্যাপী চলমান বিশেষ লকডাউনের প্রথম সপ্তাহে (২৫’মে থেকে ৩১ মে পর্যন্ত) শনাক্তের হার ছিল ২০ শতাংশ।