চাঁন্দলাই নূরানী একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
চাঁন্দলাই নূরানী একাডেমি’র শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নূরানী একাডেমি চত্বরে চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি আজ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফার্টিলাইজার এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি মোঃ আকবর হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। অন্যানের মধ্যে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুজ্জামান, চাঁন্দলাই জামে মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি আব্দুর রাকিব এবং স্বাগত বক্তব্য রাখেন চাদলাই নূরানী একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা মোঃ ওবাইদুর রহমান।