চাঁন্দলাইয়ে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের চাঁন্দলাই যুবসমাজের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে অনুষ্ঠিত খেলায় চাঁন্দলাই কিংস ইলেভেন চ্যাম্পিয়ন ও চাঁন্দলাই নাইট রাইডার্স রানার্সআপ হয়েছে। চাঁন্দলাই মিরের বাগান মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সভাপতি মো. আকবর হোসেন।
চাঁন্দলাই যুবসমাজের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— মেসার্স রুবেল থাই অ্যালুমিনিয়ামের পরিচালক আলহাজ আব্বাস উদ্দিন রুবেল। সূচনা বক্তব্য দেন— সিটি প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান। এ সময় মো. কামাল উদ্দিন, মো. আলাউদ্দিন, মো. মতিউর রহমান, মো. সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে।