না ফেরার দেশে চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডল

103

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবীদ, ১৯৬৯’র গণ আন্দোলনের বিপ্লবী ছাত্র নেতা, ১৯৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি আজ সকাল ৭টায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার নামাজে জানাযা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শহরের সোনার মোড়ের জেলা আদর্শ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং সেখানে জানাজা শেষে তাকে মৃধাপাড়া গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। অন্যদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ।