চলতি বছর যেসব গান মন ছুঁয়েছে শ্রোতার

অডিও, সিনেমা, নাটকের বেশ কিছু গান শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। অডিও গানে যদিও খরা কাটেনি। শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গান প্রকাশ থেকে এ বছরও দূরেই ছিল। গত কয়েক বছর সিনেমার গানই এসেছে আলোচনায়। অডিও গান বলতে গেলে বিচ্ছিন্নভাবে প্রকাশ হয়েছে। নাটকের কয়েকটি গান শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। এ ছাড়া কোক স্টুডিও বাংলার কয়েকটি গান পছন্দ করেছে শ্রোতারা। ২০২৫ সালে প্রকাশিত আলোচিত গান নিয়েই এ আয়োজন
এ বছরের প্রশংসিত গান ‘গুলবাহার’। গানের কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। কণ্ঠ দিয়েছেন ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভ। গানটি প্রকাশ হয়েছে ঈশানের গান ইউটিউব চ্যানেল থেকে। মে মাসে প্রকাশিত এ গানের ভিউ বছর শেষে তিন কোটি ছাড়িয়ে।
এ বছরের অন্যতম প্রশংসিত গান ‘কিছু মানুষ মরে যায় পঁচিশে’। সাইফ জোহানের এ গানের ভিউ প্রায় দুই কোটি। গানের কথা, সুর ও গায়কীই গানটির প্রধান শক্তি। নেই কোনো ব্যয়বহুল মিউজিক ভিডিও।
লিরিক্যাল ভিডিওর মাধ্যমে সাদামাটাভাবে প্রকাশ হয়েছে। সাইফ জোহানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে গানটি। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশিত একটি গান শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছে। ‘আমার বন্ধুরও বন্ধু আছে’ শিরোনামের এ গানটি গেয়েছেন পারভেজ খান। গানের কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রিমো বিপ্লব। গানের ভিউ দুই কোটি ছাড়িয়ে।
‘রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে। ফোক এ গানটি টিকটক, ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানটি গেয়েছেন মরিয়ম ইসলাম। গীতিকার ও সুরকার পাগল মোস্তাক, সংগীতায়োজন করেছেন মুন্সি জুয়েল। গানটি প্রকাশ হয়েছে পাগল মোস্তাকের ইউটিউব চ্যানেল থেকে। ২৮ জুলাই প্রকাশিত এ গানের ভিউ ১ কোটি ৪০ লাখ।
সৈয়দ অমির সঙ্গে ‘দুই চাক্কার সাইকেল’ গানটি গেয়ে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী সানজিদা রিমি। এ বছর প্রকাশিত হয় তার কণ্ঠে ‘তুই আমার আলতা চুড়ি না’ গানের মিউজিক ভিডিও। এ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতার মাঝে ছড়িয়ে যায়। গানের কথা লিখেছেন নূরে আলম মামুন, সুর করেছেন আফনান অন্তর, সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। বছরের শুরুতেই প্রকাশিত এ গানের ভিউ ৫ কোটি ছাড়িয়ে।
কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়ের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘ময়না’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। জুলাই মাসে প্রকাশিত গানটির ভিউ ৬০ লাখ ছাড়িয়ে।
ইমরান ও হোমায়রা ইশিকার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘পারব না তোমাকে ছাড়তে’ গানের মিউজিক ভিডিও। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানটি প্রকাশ হয়েছে ইমরান মাহমুদুলের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। আগস্টে প্রকাশিত এ গানের ভিউ প্রায় ৫০ লাখ। গানটি শ্রোতারা পছন্দ করেছেন। আর কয়েক মাস পরই কোটির ঘর ছাড়িয়ে যাবে।
কণ্ঠশিল্পী লুইপার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘চুড়ি ছাম ছাম’ গানের মিউজিক ভিডিও। সিফাত আব্দুল্লাহর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর। এক মাস না হতেই গানটির ভিউ ৪০ লাখ ছাড়িয়ে।
সিনেমার গান : এ বছর সিনেমার সবচেয়ে আলোচিত গান ‘বরবাদ’-এর ‘চাঁদমামা’। প্রীতম হাসানের সুর, সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও অদিতি রহমান দোলা। এ সিনেমার আরেক গান ‘মহামায়া’। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাঈনুল আহসান নোবেল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী, সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। সিনেমার আরেক আলোচিত গান ছিল ‘লিচুরও বাগানে’। তাণ্ডব সিনেমার এ গানেরও সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। রবিউল ইসলাম জীবনের কথায় ইমরান ও কনার কণ্ঠে ‘কন্যা’ গানটি শ্রোতাদের মনছুঁয়ে যায়। এটি ‘জিন-৩’ সিনেমার গান। সুর ও সংগীতায়োজন করেন ইমরান মাহমুদুল। প্রিন্স মাহমুদের সুরে ‘জংলি’ সিনেমার গান ‘বন্ধু গো শোনো’ বছরের প্রশংসিত গান। এ গানটি গেয়েছেন ইমরান ও কনা। এ ছাড়া ইমরান ও কোনালের কণ্ঠে ‘বরবাদ’ সিনেমার ‘মায়াবী’ গানটিও শ্রোতারা পছন্দ করেছেন।
নাটকের গান: হাবিব ওয়াহিদ ও ন্যানসির কণ্ঠে নাটকের গান ‘আমার দিনগুলো সব হারিয়ে যায় আঁধারে।’ আহমেদ রিজভীর কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। ‘হৃদয়ের কথা’ নাটকের এ গানটি শ্রোতার মন ছুঁয়ে গেছে। গানের ভিউ ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে। এ ছাড়া কনা ও সজীব দাসের কণ্ঠে ‘আশিকি’ নাটকের গান ‘যদি মনটা করি চুরি’ গানটিও সাড়া ফেলেছে শ্রোতার মাঝে। গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। এ গানের ভিউ ১ কোটি ৭০ লাখ। এ ছাড়া সোমেশ^র অলির কথায় ‘মন দুয়ারী’ নাটকের ‘এত প্রেম এত মায়া’ গানটি শ্রোতাদের পছন্দের তালিকায়। কণ্ঠ দিয়েছেন রেহান রসুল ও অবন্তী সিঁথি। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।