চরাঞ্চলবাসীর জন্য উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিকল্পনা আব্দুল ওদুদ এমপির

301

চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিকল্পনা গ্রহণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এলক্ষ্যে আজ সকালে শেখ হাসিনা সেতু এলাকায় জায়গাও পরিদর্শন করেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি আলমগীর হোসেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলর আফজাল হোসেন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আব্দুল ওদুদ বলেন, চরাঞ্চলে অবস্থিত ইসলামপুর, শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, দেবীনগর, নারায়নপুর, সুন্দুরপুরসহ ৭টি ইউনিয়নের মানুষ বিভিন্ন দিক থেকে অনেক পিছিয়ে ছিল। এসব ইউনিয়নে রাস্তা-ঘাট বিদ্যুৎ সরবরাহ, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত সাহেবের ঘাটে শেখ হাসিনা সেতুটি নির্মাণের ফলে চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকও চালু আছে। কিন্তু আরো দ্রুত স্বাস্থ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং চরাঞ্চলবাসী যেন দ্রুত স্বাস্থ্যসেবা পায় সে জন্য শেখ হাসিনা সেতু এলাকায় একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।