চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন

365
Exif_JPEG_420

সদর উপজেলার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে আকিমুদ্দিন গ্রন্থাগারের সহযোগিতায় ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এসময় জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা রয়ে গেছে সেটা হল মানসম্মত শিক্ষা এবং চিন্তা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা গ্রহন করছি সেটার মধ্যে একটা গ্যাপ রয়েছে সেটা হল মানসম্মত শিক্ষা। এটাই আমাদের দূর্বলতা। আমরা যদি আমাদের তরুন প্রজন্মকে এই গ্যাপটা পুরন করে দিতে না পারি তাহলে কিন্তু সামনে আমাদের ভয়াবহ সংকট আসবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও মানসম্মত হওয়া, শিক্ষকদের শিক্ষাদানে আরও মনোযোগী হওয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ আরও উন্নত করা, অভিভাবদের সচেতন হওয়া এবং সিভিল সোসাইটির দায়িত্বে যারা আছে তাদের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। এক সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা দিক্ষায় যেমন উন্নত ছিল, সুনাম ছিল, সারাদেশে অগ্রসর জেলাগুলোর একটা ছিল আবারো সেই জায়গায় নিয়ে যেতে হবে। শফিকুল ইসলাম ভোতার সভাপতির বক্তব্যে বলেন, আমরা বিজ্ঞানসম্মত মানুষ হিসেবে গড়ে উঠতে এ ধরনের বিজ্ঞান মেলার আয়োজন। সভাপতি শফিকুল ইসলাম ভোতাঃ আমরা আমাদের সন্তানদের লেখাপড়া করাচ্ছি কিন্তু মানস্মত শিক্ষার কথা ভাবছিনা। আমরা শুধু জি.পি.এ ৫ এর পেছনে ছুটি কিন্তু লেখাপড়া কতখানি শিখছি বা শিখলআম এটা ভাবিনা। তাই আমাদের মানস্মত শিক্ষা গ্রহন করতে হবে। আজকে বিজ্ঞান মেলার যে আয়োজন আমরা বলতে পারি আমরা আলোর পথের যাত্রী হতে চায়।