চরবাগডাঙ্গা ইউনিয়নে ঘাস কাটতে গিয়ে ককটেল বিস্ফোরণে এক শিশু গুরুতর আহত 

সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ঘাস কাটতে গিয়ে ককটেল বিস্ফোরণে মিজানুর রহমান নামে ৯ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। সে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুপারপাড়া গোঠাপাড়া গ্রামের নয়ন আলী বাবুর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পাটক্ষেতের আইলে ঘাস কাটছিল মিজান। এ সময় আইলের ঘাসের মধ্যে থাকা একটি অবিস্ফোরিত ককটেল বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই শিশুটি আহত হয়।

বিকট শব্দে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে পাঠায়। জেলা হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।