চরবাগডাঙ্গায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

149

চাঁপাইনবাবগঞ্জে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথানপাড়া গ্রামের মৃত উমেদ আলীর ছেলে জমসেদ আলী (৬৫)। এ ঘটনায় ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথানপাড়া গ্রামের জমসেদ ও গোলাপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৬ থেকে ৭ জন আহত হয়। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় জমসেদ আলীকে রাজশাহী মোডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
ওসি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সন্ধ্যায় জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।